ঝিনাইদহের প্রতিবন্ধীর পরিচয় পত্র বিতরণ

সাহিদুল এনাম পল্লব, ঝিনাইদহের চোখঃ
ঝিনাইদহ সদর উপজেলার ফুরশন্দি ইউনিয়নে ২৬০ জন প্রতিবন্ধীর মাঝে প্রতিবন্ধী পরিচয় পত্র বিতরণ কারা হয়েছে।
১৭ ই ফেব্রুয়ারি রোজ শনিবার দুপুরের দিকে ফুরশন্দি ইউনিয়নে চেয়ারম্যান আব্দুল মালেক মিনার সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিল ঝিনাইদহ সদর উপজেলার সমাজ সেবা কর্মকর্তা রুবেল হাওলাদার সহ ইউপি সদস্য গোলাম কবির, কুকাব মণ্ডল, আলিমুদ্দিন, আকমল হোসেন, শিরিন শিলা, আরজিনা খাতুন প্রমুখ। এই সময়ে প্রধান অতিথি রুবেল হাওলাদার ইউনিয়নের ৯ টা ওয়ার্ড থেকে আগত ২৬০ জনের হাতে প্রতিবন্ধী পরিচয় পত্র তুলে দেয় এবং বলে যে যারা প্রতিবন্ধী তারা সকলেই প্রতিবন্ধী পরিচয় পত্র পাবেন। ইউনিয়নে যদি কেউ বাদ থাকে তাহলে তাকে উপজেলা সমাজ সেবা কার্যালয়ে যেয়ে ফরম ফুরন করে ডাক্তারের নিকট থেকে সার্টিফিকেট নিয়ে আসতে হবে বলে উল্লেখ করে।এই সময়ে আরও উপস্থিত ছিল সাংবাদিক সহ নল ডাঙ্গা ক্যাম্পের টুআই সি এবং এন জিও প্রতিনিধি ও সমাজ সেবা অফিসের কর্মীবৃন্দ।