ধর্ম ও জীবন

অভাব-অনটন ও অপমান থেকে মুক্ত থাকার দোয়া

ঝিনাইদহের চোখঃ

আল্লাহ পাকে ঘোষণা, ‘নিশ্চয় আমি তোমাদেরকে কিছু ভয় ও ক্ষুধা দ্বারা, কিছু সম্পদ ও প্রাণ দ্বারা এবং ফসলের ক্ষতি দ্বারা পরীক্ষা করব।’ (সুরা বাকারা : আয়াত ১৫৫)

আল্লাহ তাআলা বান্দাকে অভাব-অনটন, স্বল্পতার দ্বারা পরীক্ষা করবেন। প্রিয়নবি এ সব কিছুর ভয় ও অপমান থেকে বেঁচে থাকতে আল্লাহর কাছে প্রার্থনা করার জন্য হাদিসে নির্দেশ দিয়েছেন। আর তাহলো-

উচ্চারণ : আল্লাহুম্মা ইন্নি আউজুবিকা মিনাল ফাক্বরি ওয়াল ক্বিল্লাতি ওয়াজ ‍ুজিল্লাতি ওয়া আউজুবিকা মিন আন আজলিমা আউ উজলামা।’

অর্থ : হে আল্লাহ! আমি তোমার কাছে অভাব, স্বল্পতা ও অপমান থেকে আশ্রয় চাই। আরো আশ্রয় চাই অত্যাচার করা ও অত্যাচার হওয়া থেকে। (আবু দাউদ, নাসাঈ ও মিশকাত)

আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে অভাব-অনটন, স্বল্পতা ও অপমান থেকে মুক্ত থাকতে উল্লেখিত দোয়ার মাধ্যমে তাঁর কাছে প্রার্থনা করার তাওফিক দান করুন। আমিন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button