ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন
ঝিনাইদহের চোখ ডেস্ক: কুষ্টিয়ায় কিশোরীকে ধর্ষণের দায়ে নান্টু নামের এক যুবককে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
সোমবার দুপুরে নারী ও শিশু নির্যাতন অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারক মুন্সী মো. মশিয়ার রহমান এ রায় দেন।
সাজাপ্রাপ্ত নান্টু মিরপুর উপজেলার চিথলিয়া গ্রামের আনছার আলীর ছেলে।
আদালতের পিপি অ্যাডভোকেট অনুক কুমার নন্দি বলেন, মিরপুর উপজেলার চিথলিয়া গ্রামের একটি ভাড়া বাড়িতে বসবাস করত নান্টু। ওই সময় তার প্রতিবেশী কিশোরীকে বিভিন্নভাবে উত্ত্যক্ত করাসহ কুপ্রস্তাব করত। ২০১৫ সালের ৩০ মার্চ রাতে অস্ত্রের ভয় দেখিয়ে ওই কিশোরীকে ধর্ষণ করে এবং কুপিয়ে জখম করে। পরে তার চিৎকারে স্থানীয়রা ছুটে আসলে নান্টু পালিয়ে যায়। কিশোরীকে উদ্ধার করে আহত অবস্থায় কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। এদিকে ঘটনার পরের দিন বাড়ির মালিক শাফায়েত হোসেন বাদী হয়ে মিরপুর থানায় ধর্ষণ মামলা দায়ের করেন।