মহেশপুরে চেয়ারম্যান প্রার্থী হারুনের দিনভোর গণসংযোগ
ঝিনাইদহের চোখঃ
আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে ঝিনাইদহের মহেশপুরে মান্দারবাড়ীয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও বিশিষ্ট সমাজ সেবক হারুণ অর রশিদ উপজেলার গ্রামে গ্রামে গিয়ে নৌকা প্রতীকে ভোট চেয়ে গণসংযোগ করছেন।
হারুণ অর রশিদ এবার মহেশপুর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে রয়েছেন।
রবিবার (২৪ ফেব্রুয়ারি) দিনভর উপজেলার শ্যামকুড় ইউনিয়নের শ্যামকুড় বাজার, তালসার বাজার, গুড়দহ বাজারসহ গ্রামে গ্রামে শেখ হাসিনার উন্নয়ন ও নৌকা প্রতীকে ভোট চেয়ে গণসংযোগ করেছেন চেয়ারম্যান পদ প্রার্থী হারুণ অর রশিদ।
এ সময় উপস্থিত ছিলেন মান্দারবাড়ীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা শফিদুল ইসলাম, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মশিয়ার রহমান, সাংগঠনিক সম্পাদক শাহ নেওয়াজ খোকন, আওয়ামী লীগ নেতা রুহুল আমিন, মান্দারবাড়ীয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি সামছুল আলম, সাধারণ সম্পাদক ইসরাইল হোসেন লিটন, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি শাকিল আহম্মেদসহ বিভিন্ন ইউনিয়ন আওয়ামী লীগ, কৃষক লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগের নেতৃবৃন্দ।