কালীগঞ্জ

ঝিনাইদহে ছাত্রী উদ্ধার ও অপহরণকারী গ্রেফতার

মোঃ হাবিব ওসমান, ঝিনাইদহের চোখঃ

ঝিনাইদহের কালীগঞ্জ থানা পুলিশ সাড়াসি অভিযান চালিয়ে ৮ দিন আগে অপহৃত হওয়া এক স্কুল ছাত্রীকে উদ্ধার ও অপহরনকারীকে গ্রেফতার করা হয়েছে।

থানা সূত্রে জানাযায়, গত ১৮ ফেব্রয়ারী সোমবার বেলা সাড়ে ৪ টার সময় প্রতিদিনের ন্যায় স্কুল থেকে বাড়ি ফেরার পথে কালীগঞ্জ উপজেলার বেজপাড়ার প্রথম আলো সড়ক থেকে অপহৃত হয় মোছা সুলতানা আক্তার শাহানারা (১৮) নামে এক স্কুল ছাত্রী। সে রামনগর গ্রামের শহিদুল ইসলামের মেয়ে ও বেজপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্রী।

মামলার তদন্তকারী কর্মকর্তা কালীগঞ্জ থানার এসআই সম্বিত রায় জানান, অপহৃত স্কুল ছাত্রীর বাবা গত ২৪ ফেব্রয়ারী তারিখে থানায় হাজির হয়ে অজ্ঞাতনামা একটি অপহরন মামলা করেন এরপর আমরা মোবাইল ট্রাকিং এর মাধ্যমে মঙ্গলবার বেলা ১ টার সময় যশোর জেলার শার্শা উপজেলার নাভারণ মোড়ের মহিলা কলেজের পিছনের একটি বাড়ি থেকে অপহৃত স্কুল ছাত্রীকে উদ্ধার এবং এক অপহরণকারীকে আটক করা হয়। আটক অপহরনকারী আশরাফুল ইসলাম (২৩) যশোরের শর্শা উপজেলার কেরালখালী গ্রামের আব্দুল হালিমের ছেলে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button