
টিপু সুলতান, ঝিনাইদহের চোখঃ
ঝিনাইদহের শৈলকুপায় বিশ্ব জাকের পার্টির গেট ভেঙে ২ জন গুরুতর আহত হয়েছে। বুধবার বিকালে উপজেলার গাড়াগঞ্জ বাস স্টান্ডে এ দুর্ঘটনা ঘটে।
আহত ব্যক্তিরা হলেন,উপজেলার মধুপুর গ্রামের ব্যবসায়ী রমজান হোসেন(৪০) ও কাশিমপুর গ্রামের মৃত ইদ্রিস হোসেনের ছেলে পথচারী রফি হোসেন(৩২)। আহত ব্যক্তিদের গুরুতর অবস্থায় ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী হোটেল ব্যবসায়ী বিল্লাল হোসেন জানান, বিকাল আনুমানিক সাড়ে ৩টার দিকে হঠাৎ ঝড়োবৃষ্টি শুরু হয়। এসময় বিশ্ব জাকের পার্টির তৈরিকৃত বিশাল গেট ঝড়ো বৃষ্টিতে ভেঙে পড়লে গেটের নিচে চাপা পড়ে দুজন গুরুতর আহত হয় ও স্থানীয় এক অটোচালকের অটোভ্যান গেটের নিচে পড়ে দুমড়ে মুচড়ে যায়।
এ দুর্ঘটনার খবর পেয়ে শৈলকুপা ফায়ার সার্ভিস ও স্থানীয় পুলিশ দুই ঘন্টা চেষ্টার পরে ভেঙে যাওয়া গেট রাস্তার ওপর থেকে অপসারণ করে।
এদিকে বিশ্ব জাকের পার্টির গেট রাস্তার ওপরে ভেঙে পড়ায় ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়