ঝিনাইদহে হত্যা মামলার আসামী গ্রেফতার

এইচ মাহবুব মিলু, ঝিনাইদহের চোখঃ
ঝিনাইদহের হরিণাকুন্ডুতে গত ২৬-০২-১৯ তারিখে উপজেলার চাঁদপুর গ্রামে ওয়াজ মাহফিল চলাকালে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে আসলাম মন্ডল নামে এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করে বিপুল হোসেন নামের আরেক যুবক।
এ ঘটনায় নিহত আসলাম মন্ডলের পিতা আইনাল মন্ডল হরিণাকুন্ডু থানায় মোঃ বিপুল (২০)সহ মোট আটজন কে আসামী করে এজহারভুক্ত করে। আটককৃত আসামী মোঃ বিপুল হোসেন, পিতা মোঃ নবীছুদ্দিন জোয়ার্দ্দার, একী উপজেলার চাদপুর বাসিন্দা।
এ ব্যাপারে হরিণাকুন্ডু অফিসার ইনচার্জ আসাদুজ্জামান জানান, উপজেলার চাঁদপুর গ্রামে ওয়াজ মাহফিল চলাকালে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে আসলাম মন্ডল নামে এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করে বিপুল হোসেন নামের আরেক যুবক, উক্ত ঘটনায় এসআই মোঃ গোলাম সরোয়ার সহ সঙ্গীয় ফোর্স বিপুল নামের একজনকে গ্রেফতার করে। এবং অন্য আসামীরাও গ্রেফতারের আওতাধীন আছে বলে জানান তিনি।