ঝিনাইদহ সদরনির্বাচন ও রাজনীতি

আমি মানুষের পাশে থাকতে চাই–পলাশ বিশ্বাস

আব্দুল্লাহ আল মাসুদ, ঝিনাইদহের চোখ:

পলাশ বিশ্বাস বলেন, ‘দেশ এগিয়ে যাচ্ছে। সরকারের এ উন্নয়নের সঙ্গে তাল মিলিয়ে একজন জনপ্রতিনিধি হিসেবে মানুষের জন্য কাজ করতে চাই।’

তিনি আরও জানান, আমি মানুষের পাশে থাকতে চাই। আজ যেমন আছি। আমি বারবরই ভালর সাথে ছিলাম, আছি ও থাকবো। আমাকে নিয়ে কেউ কখনই যেন কোন নেগেটিভ কথা না বলতে পারে সেই চেষ্টাই সব সময় করে যাচ্ছি।

আমার রাজনৈতিক অবিভাবক বর্তমান জেলা পরিষদ চেয়ারম্যান, সকলের প্রিয় কনক কান্তি দাস।

পলাশ বিশ্বাস, তিনি এবার সদর উপজেলা নির্বাচনে ভাইস চেয়ারম্যান প্রার্থী হিসাবে মনোনয়ন কিনেছেন।

জীবন বৃত্তান্ত
নাম: পলাশ বিশ্বাস
পিতার নাম: পঙ্কজ বিশ্বাস
মাতার নাম: মৃত রিতা বিশ্বাস
স্থায়ী ঠিকানা: হামদহ নতুন পল্লী, ঝিনাইদহ সদর, ঝিনাইদহ।
বর্তমান ঠিকানা: হামদহ নতুন পল্লী, ঝিনাইদহ সদর, ঝিনাইদহ।
জাতীয়তা: বাংলাদেশী(জন্ম সূত্রে)
ধর্ম: সনাতন(হিন্দু)
জন্ম তারিখ: ৩০/১১/১৯৭৬ ইং
শিক্ষাগত যোগ্যতা: বি.কম (অনার্স), এম.কম।
পেশা: ব্যবসা।

রাজনৈতিক বৃত্তান্ত:
বর্তমান পদ: সদস্য, বাংলাদেশ আওয়ামী যুবলীগ, সদর পৌর শাখা, ঝিনাইদহ। সাংগঠনিক সম্পাদক, বঙ্গবন্ধু জাতীয় যুব পরিষদ, ঝিনাইদহ জেলা শাখা।
বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্যীষ্ঠান ঐক্য পরিষদ এর ছাত্র যুব সংগঠন বাংলাদেশ ছাত্র যুব ঐক্য পরিষদ, ঝিনাইদহ জেলা শাখার সভাপতি এবং

খুলনা  বিভাগীয় যুগ্ন-সাধারণ সম্পাদক। সদস্য, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, ঝিনাইদহ জেলা শাখা ঝিনাইদহ।

নির্বাচনের অভিজ্ঞতা
১৯৯৭ সালে ঝিনাইদহ সরকারি কে.সি কলেজ ছাত্র সংসদ নির্বাচনে জি.এস পদে অংশগ্রহণ করি।

অন্যান্য কর্মকান্ড
সহ-সভাপতি, স্বামী বিবেকানন্দ কল্যাণ ট্রাষ্ঠ, ঝিনাইদহ জেলা শাখা।
সহ-সভাপতি, নৃ-তাত্ত্বিক আদিবাসী সমাজ কল্যাণ সংস্থা, জেলা শাখা, ঝিনাইদহ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button