হরিনাকুন্ডু
ঝিনাইদহের বিভিন্ন মসজিদে যোগাযোগ ও সেতুমন্ত্রীর রোগমুক্তি কামনা

এইচ মাহবুব মিলু, ঝিনাইদহের চোখঃ
ঝিনাইদহের হরিণাকুন্ডুতে উপজেলা জামে মসজিদ সহ বিভিন্ন মসজিদে একযোগে মঙ্গলবার যোহর বাদ বাংলাদেশ সরকারের যোগাযোগ ও সেতুমন্ত্রী এবং কেন্দ্রীয় আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ওবাইদুল কাদেরের সুস্থ্যতা কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা জামে মসজিদে যোহরের নামাজ শেষে দোয়া অনুষ্ঠানের পূর্বে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সাইফুল ইসলাম নামাজ পড়তে আসা মুসল্লিদের সিঙ্গাপুরে মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন যোগাযোগ ও সেতুমন্ত্রীর রোগমুক্তি কামনা করে দোয়া প্রার্থনার আহবান জানান।
জামে মসজিদ ইমাম মাওলানা মোজাম্মেল হকের পরিচালোনায় দোয়া মাহফিলে উ্পজেলা পরিষদের বিভিন্ন দপ্তর প্রধান ও বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক, রাজনৈতিক নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশগ্রহন করেন।