ঝিনাইদহের হরিণাকুন্ডুতে নারী মেলার উদ্বোধন

এইচ মাহবুব, ঝিনাইদহের চোখঃ
ঝিনাইদহের হরিণাকুন্ডুতে আন্তর্জাতিক নারী দিবস উৎযাপনে আলোচনা ও দুই দিন ব্যাপী নারী উন্নয়ন মেলার উদ্বোধন করা হয়েছে।
সারাদেশের ন্যায় শুক্রবার সকালে “সবায় মিলে ভাবো, নতুন কিছু করো, নারী-পুরুষ সমতার নতুন বিশ^ গড়ো” এর মূল পতিপাদ্য বিষয়কে সামনে রেখে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ জামিনুর রশিদের সভাপতিত্বে।
শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক আবু সাইদ টুনু পরিচালনায় আলোচনায় প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রবিউল ইসলাম, বিশেষ অতিথি ছিলেন মহিলা বিষয়ক কর্মকর্তা শিলা বেগম,থানা অফিসার ইনচার্জের প্রতিনিধি এসআই জাহাঙ্গীর আলম, ইউপি চেয়ারম্যান মোহাম্মদ আলী, সাবেক চেয়ারম্যান ছাব্দার হোসেন, বিআরডিবি কর্মকর্তা জবা খাতুন।
এছাড়াও উপস্থিত ছিলেন হরিণাকু-ু প্রেসক্লাবের সভাপতি এম সাইফুজ্জামান, সাধারণ সম্পাদক এইচ মাহাবুব মিলু, নারী নেতৃীদের মধ্যে বক্তব্য রাখেন মেঘলা আকাশের সভানেত্রী মাজেদা খাতুন, সুপ্রভাত মহিলা সংস্থার নেত্রী জেসমিন আরা, শাপলা বুটিক হাউজের সভানেত্রী শাপলা খাতুন, বিসমিল্লাহ ফ্যাশান হাউজের সভানেত্রী লিয়া পারভীন প্রমুখ।
আলোচনায় উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে মহিলা বিষয়ক অধিদপ্তরের বিভিন্ন সমিতির নারী সদস্যরা অংশ গ্রহণ করেন। আলোচনা শেষে, মহিলা বিষয়ক দপ্তরের দপ্তর প্রাঙ্গণে দুই দিন ব্যাপী নারী উন্নয়ন মেলার উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি আলীগ উপজেলা সাধারণ সম্পাদক রবিউল ইসলাম। মেলায় দশটি স্টলে নারী সদস্যরা পিঠা, মৃতশিল্প, নকশী কাঁথা সহ বিভিন্ন হাতে নির্মিত উপকরণ প্রদর্শণ করেন।