ঈদগাহ সংস্কারের নামে হরিণাকুন্ডুতে সরকারি গাছ কাটা
শেখ রুহুল আমিন, ঝিনাইদহের চোখঃ
ঈদগাহ সংস্কারের নামে ঝিনাইদহের হরিণাকুন্ডুতে সরকারি গাছ কেটে নেওয়ার অভিযোগ উঠেছে। বিষয়টি নিয়ে গোপীনাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা পরিষদ ও গ্রামবাসীর মধ্যে উত্তেজনা বিরাজ করছে বলে জানা গেছে।
প্রধান শিক্ষক রফিকুল ইসলামের অভিযোগ,হরিণাকুন্ডু উপজেলার তাহেরহুদা মৌজার ১নং খতিয়ানভুক্ত ২১৪৫৫ দাগে ২১ শতক জমির উপরে ৩টি ভেটুল ও ১টি বটগাছ। সরকারি ১নং খতিয়ানভুক্ত হওয়ায় দীর্ঘদিন ধরে গোপীনাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের খেলার মাঠ ও ঈদগাহের কাজে ব্যবহার হয়ে আসছে। হঠাৎ ঈদগাহ সংস্কারের নামে এলাকার জাকের আলী জোয়ার্দ্দার,মক্কেল মন্ডল,তক্কেল মন্ডল ও ছানোয়ার আলী জোটবদ্ধ হয়ে পুরাতন দুইটি ভেটুলগাছ কেটে বিক্রি করে দিয়েছে। বাকি দুইটি গাছের ডালপালা কেটে নেওয়া হয়েছে এবং ওই দুই গাছও কেটে নেওয়ার পায়তারা চালানো হচ্ছে। ম্যানেজিং কমিটির সহ-সভাপতি আবুল হোসেন জানান,ক্ষমতার দাপট দেখিয়ে সরকারি গাছ কেটে নেওয়া ঠিক হয়নি।
ইউনিয়ন ভুমি কর্মকর্তা নিমাই চন্দ্র বিশ্বাস জানান তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এব্যাপারে অভিযুক্ত জাকের আলী জোয়ার্দ্দার জানান ঈদগাহ সংস্কার করার জন্য গাছগুলি কাটা হচ্ছে।