ঝিনাইদহে প্রিজাইডিং ও সহকারী প্রিজাইডিং কর্মকর্তাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত
এইচ মাহবুব মিলু, ঝিনাইদহের চোখঃ
ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলার সরকারী বালিকা বিদ্যালয়ে দিনব্যাপী আসন্ন উপজেলা নির্বাচনের প্রিজাইডিং ও সহকারী প্রিজাইডিং অফিসারদের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। সোমবারের প্রশিক্ষণে ৬৫ কেন্দ্রের ৬৫ জন প্রিজাইডিং ও ৩৮৯ জন সহকারী প্রিজাইডিং অফিসারদের প্রশিক্ষণ দান করেন।
ঝিনাইদহ জেলা নির্বাচন অফিসার রোকনুজ্জামান, নড়াইল জেলা নির্বাচন অফিসার রাজু আহমেদ, হরিণাকুন্ডু উপজেলা নির্বাচন নূর-উল্লাহ সহ কালীগঞ্জ, ঝিনাইদহ সদর, মহেশপুর, নড়াইল সদর, ও লোহাগাড়া উপজেলা নির্বাচন অফিসার। এসময় উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা প্রশাসক সরোজ কুমার নাথ, ঝিনাইদহ সদর ও হরিণাকুন্ডু রিটানিং অফিসার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আরিফুজ্জামান, ঝিনাইদহ পুলিশ সুপার হাসানুজ্জামান, সহকারী রিটানিং অফিসার ও উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সাইফুল ইসলাম, খুলনা বিভাগীয় নির্বাচন অফিসার ইউনুচ আলী, হরিণাকুন্ডু থানা অফিসার ইনচার্জ আসাদুজ্জামান প্রমূখ। উল্লেখ্য মঙ্গলবার একই স্থানে দিনব্যাপী ৭৭৮ জন পোলিং অফিসারদের প্রশিক্ষণ দেওয়া হবে।