ঝিনাইদহ সদর

ঝিনাইদহে পাগলা কানাই মাজারে যুবককে ছুরিকাঘাত

ঝিনাইদহের চোখঃ

ঝিনাইদহের সদর উপজেলার বেড়বাড়ি গ্রামে পাগলা কানাই এর মাজার প্রাঙ্গনে সংগ্রাম (১৮) নামের এক যুবককে ছুরিকাঘাত ও কুপিয়ে আহত করেছে দুর্বৃত্তরা।

সোমবার (১১ মার্চ) রাত ১১ টার দিকে এ ঘটনা ঘটে। আহত সংগ্রাম বর্তমানে ঝিনাইদহ সদর হাসপাতালে চিকিৎসা নিচ্ছে। সে ঐ গ্রামের সেলিম হোসেনের ছেলে।

ঝিনাইদহ সদর থানার ওসি মিজানুর রহমান জানান, আহত সংগ্রাম মরমী কবি পাগলা কানাই এর মাজারে জন্ম জয়ন্তী উৎসবে স্বেচ্ছাসেবকের দায়িত্ব পালন করছিলেন। এ সময় একদল দুর্বৃত্ত তাকে ধরে নিয়ে গিয়ে ছুরিকাঘাত করে। এতে তার চোখে, চোয়াল ও ঘাড়ে আঘাতপ্রাপ্ত হয়। তাকে উদ্ধার করে স্থানীয়রা ঝিনাইদহ হাসপাতালে ভর্তি করেছে। তিনি আরো বলেন, অভিযুক্তদের গ্রেফতারের জন্য পুলিশ অভিযান শুরু করেছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button