ধর্ম ও জীবন

বিয়ে-শাদীতে পাত্র-পাত্রী নির্বাচন

ঝিনাইদহের চোখঃ

দাম্পত্য জীবনের সুখ শান্তি নির্ভর করে পাত্র-পাত্রী নির্বাচনের উপর। এ জন্য পাত্র-পাত্রী নির্বাচনে গুরুত্ব দেয়া আবশ্যক। বিয়ের পূর্বেই পাত্র-পাত্রী উভয়েই তাদের মতামত ও সিদ্ধান্ত গ্রহণে ভূমিকা রাখা উচিত। কারণ বিয়ের পর যে কোনো ধরনের মতপার্থক্য, অসামঞ্জস্যতা ও ব্যবধান ঘুচানো কঠিন হয়ে পড়ে। তাই বিয়ের পূর্বেই পাত্র-পাত্রী নির্বাচনকে সর্বাধিক গুরুত্ব দেয়া কর্তব্য। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামেরও নির্দেশ তাই।

হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, এক ব্যক্তি রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কাছে এসে বলল, আমি একজন আনসারী মেয়েকে বিয়ে করতে চাচ্ছি। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন, মেয়েটিকে দেখে নাও। আনসারীদের চোখে আবার সমস্যা থাকে। (মুসলিম, মিশকাত)

সুতরাং বিশ্বনবীর হাদিস মোতাবেক বিয়ের পূর্বেই পাত্র-পাত্রী উভয়েই পরস্পরকে দেখে নেয়া উচিত। আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে বিশৃঙ্খলমুক্ত থাকতে পাত্র-পাত্রী নির্বাচনে হাদিসের ওপর আমল করার তাওফিক দান করুন। আমিন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button