মহেশপুর
ঝিনাইদহে দুই মাদক কারবারি গ্রেপ্তার

ঝিনাইদহের চোখঃ
ঝিনাইদহের মহেশপুর উপজেলার কানাইডাঙ্গা এলাকা থেকে ফেনসিডিলসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র্যাব।
বৃহস্পতিবার সকালে কানাইডাঙ্গা মসজিদ এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলো- ওই গ্রামের রাসেল শেখ ও ইমামুল মন্ডল রাসেল।
র্যাব-৬, সিপিসি-২ ঝিনাইদহ ক্যাম্পের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মো. মাসুদ আলম জানান, ‘গোপন সংবাদে তারা জানতে পারে কানাইডাঙ্গা এলাকায় মাদক ব্যবসায়ীরা মাদক ক্রয়-বিক্রয় করছে। এমন সংবাদে অভিযান চালিয়ে ১৫০ বোতল ফেন্সিডিলসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়।’