নির্বাচন ও রাজনীতি
ঝিনাইদহে চলছে ভোট গণনা

ঝিনাইদহের চোখঃ
ঝিনাইদহে উপজেলা পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ শেষে এখন চলছে গণনা। ভোট গণনা শেষে ঘোষণা করা হবে ফলাফল।
কেন্দ্রগুলোর বাইরে ভোটের ফলাফল জানতে ভিড় করছেন প্রার্থী ও তাদের সমর্থকসহ উৎসুক জনতা। তবে অপ্রীতিকর পরিস্থিতি যেন সৃষ্টি না হয় সে জন্য কেন্দ্র ও কেন্দ্রের বাইরে নিরাপত্তা ব্যবস্থাও রয়েছে জোরদার।
এদিকে সারা দিনে বিক্ষিপ্ত ঘটনার মধ্য দিয়ে শেষ হয়েছে ভোট গ্রহণ। কালীগঞ্জ উপজেলার ঈশ্বরবা দাখিল মাদ্রাসা কেন্দ্রে জাল ভোট দেওয়ার অভিযোগে ভোট গ্রহণ স্থগিত করা হয়েছে।
অন্যদিকে শৈলকূপা উপজেলার গাড়াগঞ্জ ও বারইপাড়া ভোট কেন্দ্রে জাল ভোট দেওয়ার সময় ৫ জনকে আটক করেছে ভ্রাম্যমাণ আদালত।