বীরশেষ্ঠ হামিদুর রহমান কলেজ বন্ধ করে দেয়ার চেষ্টা হয়েছিল – এমপি চঞ্চল

ঝিনাইদহের চোখঃ
বীরশ্রেষ্ঠ শহীদ হামিদুর রহমান ডিগ্রী কলেজের নাম মুছে ফেলার চেষ্টা করেছিল বিএনপি-জামায়াত জোট সরকারের নেতারা, সেদিন তারা বুঝতেও পারেনি এই কলেজটি একদিন সরকারি হবে। আর এই কলেজেই তাদের সন্তানরা আজ লেখা পড়া করছে।
শনিবার দুপুরে ঝিনাইদহের মহেশপুর বীরশ্রেষ্ঠ শহীদ হামিদুর রহমান ডিগ্রী কলেজ চত্ত্বরে ঝিনাইদহ-৩ আসনের নব নির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব শফিকুল আজম খান চঞ্চলের সংবর্ধনা ও এইচ,এস,সি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যদান কালে তিনি এসব কথা বলেন।
বীরশ্রেষ্ঠ শহীদ হামিদুর রহমান ডিগ্রী কলেজের অধ্যক্ষ প্রফেসর আশরাফুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ময়জদ্দীন হামীদ, উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি শেখ নিজাম উদ্দীন আহম্মেদ, ফতেপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ডাঃ আতাউর রহমান, এসবিকে ইউনিয়ন আওয়ামীলীগের সভপতি নজরুল ইসলাম বগা, জেলা আওয়ামীলীগের সদস্য মীর সুলতানুজ্জামান লিটন, এসবিকে ইউপি চেয়ারম্যান আরিফান হাসান চৌধুরী নুথান, ফতেপুর ইউপি চেয়ারম্যান সিরাজুল ইসলাম সিরাজ, এসবিকে ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মমতাজ উদ্দীন শান্তি, কেন্দ্রীয় আওয়ামীলীগের সাবেক উপ কমিটির সহ সম্পাদক রাজিবুল হক খান রিপন, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হারুণ অর রশিদ প্রমুখ।