
ঝিনাইদহের চোখঃ
শৈলকুপায় জমজমাট উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে শেষ হলো তৃতীয় ধাপে ৫ম উপজেলা পরিষদ নির্বাচন। তাতে ১১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। উপজেলায় ভোটার সংখ্যা ২,৭৬,৩৮০ জন। এর মধ্যে পুরুষ ভোটার সংখ্যা (১,৩৮,১১২) জন ও মহিলা ভোটার সংখ্যা (১,৩৮,২৮৬) জন।
নিচে বিজয়ী প্রার্থীসহ প্রতিদ্বন্দ্বিতাকারীদের ফলাফল তুলে ধরা হলো:
চেয়ারম্যান পদপ্রার্থী
======================
মোট কেন্দ্র: ১২০
প্রাপ্ত ফলাফল কেন্দ্র: ১২০
বিজয়ী: ৩৬০ ভোট
=========≠===============
বেসরকারিভাবে বিজয়ী স্বতন্ত্র প্রার্থী শিকদার মোশাররফ হোসেন সোনা(আনারস)-৭৮৪১০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আ’লীগ প্রার্থী নায়েব আলী জোয়ার্দার(নৌকা) ৭৮০৫০ ভোট পেয়েছেন।
পুরুষ ভাইস চেয়ারম্যান
========================
★বিজয়ী জাহিদুন্নবি কালু(চশমা)-৫৭৮৬৫ ভোট
নিকটতম প্রতিদ্বন্দ্বী:
শামীম হোসেন মোল্যা(উড়োজাহাজ)-৪৭৭০০ ভোট
শাকিল আহমেদ(তালা)-২৮৫৩১ ভোট
স ম রানাউজ্জামান বাদশা(টিউবওয়েল)-১৯১৯২ ভোট
শিহাব মোল্যা(মাইক)-৪৫৭ ভোট
মহিলা ভাইস চেয়ারম্যান
======================
★বিজয়ী প্রার্থী: নিলুফা ইয়াসমিন(ফুটবল)-৯৬০০০ ভোট
নিকটতম প্রতিদ্বন্দ্বী:
আফরোজা নাসরিন লিপি(হাঁস)-৩৫০০০ ভোট