ঝিনাইদহে আওয়ামী যুব মহিলালীগের পুষ্পস্তবক অর্পণ

সুমন মালাকার, ঝিনাইদহের চোখঃ
২৬ মার্চ বাঙ্গালীর জাতীয় জীবনে এক ঐতিহাসিক ও গৌরবের দিন। মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের এ অবিস্মরনীয় দিনে সশ্রদ্ধচিত্তে স্মরণ করছে জাতি।
দিনের প্রথম প্রহরে স্থানীয় কোটচাঁদপুর সরকারি পাইলট মাধ্যমিক বিদ্যালয়ে মাঠ প্রাঙ্গনে কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধাঞ্জলি জানান বাংলাদেশ আওয়ামী যুব মহিলালীগের ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলা শাখা ।
কোটচাঁদপুর উপজেলা শাখা বাংলাদেশ আওয়ামী যুব মহিলালীগের আহবায়ক ও আসন্ন কোটচাঁদপুর উপজেলা পরিষদ নির্বাচনের মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী সাদিয়া আক্তার পিংকি।
এসময় তার সাথে উপস্থিত ছিলেন, কোটচাঁদপুর উপজেলা শাখা আওয়ামী যুব মহিলালীগের যুগ্ম-আহবায়ক নাজমা আক্তার, সাফদারপুর ইউনিয়ন কমিটির সাধারন সম্পাদক হালিমা বেগম, কুশনা ইউনিয়ন কমিটির সভাপতি রেজিয়া বেগম, বলুহর ইউনিয়ন কমিটির সহ-সভাপতি ফরিদা বেগম প্রমুখ।