
ঝিনাইদহের চোখঃ
ঝিনাইদহের শৈলকুপায় পরকিয়ার জের ধরে একসঙ্গে বিষপান করে আত্মহত্যার চেষ্টা করেছে এক দম্পতি।
বুধবার সকাল ১১টার দিকে উপজেলার রঘুনন্দনপুর গ্রামে এই ঘটনা ঘটে।
তারা হলেন- ওই গ্রামের আলিম বিশ্বাসের ছেলে নাজমুল বিশ্বাস ও তার স্ত্রী লিমা খাতুন। তাদের শৈলকুপা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নাজমুলের দাদা পিকুল হোসেন বলেন, বিয়ের পর থেকে নাজমুল ও লিমার মধ্যে কোন দ্বন্দ্ব ছিল না। তবে সম্প্রতি নাজমুলের মোবাইলে কথা বলা নিয়ে লিমার সন্দেহ হয়। লিমার ধারণা তার স্বামী পরকিয়ায় জড়িয়ে পড়েছে। এ নিয়ে দুজনের মধ্যে মনোমালিন্য শুরু হয়। এ ঘটনাকে কেন্দ্র করে সকাল ১১টার দিকে তারা দুজনে একসঙ্গে বিষপান করে আত্মহত্যার চেষ্টা করে। পরে তাদের উদ্ধার করে শৈলকুপা হাসপাতালে ভর্তি করা হয়।
শৈলকুপা হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক সাজ্জাদ রহিম বলেন, বিষপানে আত্মহত্যার চেষ্টা করা স্বামী-স্ত্রীকে উদ্ধার করে স্বজনরা জরুরি বিভাগে নিয়ে আসার পর তাদের চিকিৎসা দেওয়া হয়েছে। তবে তারা এখনও পুরোপুরি শংকামুক্ত নয়।