পাঠকের কথা
সেই ব্যাকুল দুইটা চোখ,সেই ভালোবাসা—টিনা তন্নিমা
ঝিনাইদহের চোখঃ
২০০৫, মুড়কি বানাতে গিয়ে আম্মুর হাত থেকে গুড় পড়ে আমার হাতে। সাথে সাথে ফোস্কা পড়ে যায়,যা দেখে আম্মুর যে কি ছটফটানি!!!কি ব্যাকুলতা!!যেন নিজেরই হাতে কষ্ট হচ্ছে…বলেই ফেলল আহারে!!!আমি তোর হাতটা পুড়িয়ে ফেললাম।
সেদিন আমি হেসেছিলাম,আম্মুর ব্যাকুলতা দেখে।কিন্তু আজ বুঝি সেই ভালোবাসা,সেই ব্যাকুলতা,সেই ছটফটানি।
তারপর কতবার যে পুড়েছি কত বেশি পুড়েছি!!!!সেই ব্যাকুল দুইটা চোখ,সেই ভালোবাসা আর খুঁজে পায়নি।কেউ পায়ও না।শুধু হারিয়ে গেলে অনুভব করে,খুঁজে ফেরে…..