শ্রীলংকার প্রেসিডেন্টকে শেখ হাসিনার শোকবার্তা
ঝিনাইদহের চোখ ডেস্ক: বনানীর এফ আর টাওয়ারের আগুন নিহত ২৫ জনের মধ্যে রয়েছেন একজন শ্রীলংকার নাগরিক। তার মৃত্যুতে সমবেদনা জানিয়ে দেশটির প্রেসিডেন্ট মাইথ্রিপালা সিরিসেনার কাছে একটি শোকবার্তা পাঠিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শুক্রবার এ শোকবার্তাটি শ্রীলংকার প্রেসিডেন্টের কাছে পৌঁছে দেন শ্রীলংকায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত রিয়াজ হামিদুল্লাহ।
এ বিষয়ে রাষ্ট্রদূত রিয়াজ হামিদুল্লাহ জানান, শুক্রবার দুপুরে যখন শোকবার্তাটি পাই তখন শ্রীলংকার প্রেসিডেন্টের সঙ্গে কালেনিয়া ইউনির্ভাসিটিতে একটি অনুষ্ঠানে আমিও ছিলাম। আমি সঙ্গে সঙ্গে প্রেসিডেন্টকে বিষয়টি (শোকবার্তা) জানাই এবং বলি আমাদের প্রধানমন্ত্রী (শেখ হাসিনা) শ্রীলংকান নাগরিক নিহত হওয়ার ঘটনায় সমবেদনা জানিয়েছেন।
তিনি জানান, নিরোশের দুই আত্মীয় ভিসার জন্য এরই মধ্যে দূতাবাসের সঙ্গে যোগাযোগ করেছেন। তাদের সঙ্গে সঙ্গে ভিসা দেয়া হয়েছে। আগুনে নিহত নিরোশ ভিগনারাজাহ এফ আর টাওয়ারে কর্মরত ছিলেন। আগুনের সময় ওপর থেকে লাফ দেয়ার কারণে তার মৃত্যু হয়।