ঝিনাইদহের প্রবীণ সাংবাদিক আনোয়ার আলীর মৃত্যু
ঝিনাইদহের চোখঃ
ঝিনাইদহের প্রবীণ সংবাদকর্মী ম, আনোয়ার আলী আর নেই। তিনি শুক্রবার বিকাল ৫টার দিকে হৃদরোগে আক্রান্ত হয়ে ঢাকার ইস্কাটনের একটি হাসপাতালে ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজেউন।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৯ বছর। তিনি স্ত্রী, ২ ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। ম, আনোয়ার আলী দৈনিক সংগ্রামের সাবেক ঝিনাইদহ জেলা সংবাদদাতা। তার ভাই মনোয়ার খোকন দেশের খ্যাতিমান চলচিত্র পরিচালক। কুষ্টিয়া থেকে তিনি ঝিনাইদহে এসে বসবাস করতেন।
জানা গেছে, তরুণ বয়সে তিনি যশোরের একটি দৈনিক পত্রিকায় কাজ করতেন। সেখান থেকে নব্বই দশকে ম, আনোয়ার আলী ঝিনাইদহে এসে দৈনিক ঝিনাইদহ পত্রিকার প্রেসের দায়িত্ব নেন। পরে তিনি নজরুল ইসলামের সম্পাদনায় প্রকাশিত দৈনিক বীরদর্পণ পত্রিকায় কাজ করেন। পরে তিনি দৈনিক সংগ্রামের জেলা সংবাদদাতা হিসেবে নিয়োগ লাভ করেন। মৃত্যুর আগ পর্যন্ত তিনি ঝিনাইদহ শহরে প্রেসের ব্যবসা করতেন।