ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে শিশু মেলা শুরু
এইচ মাহবুব মিলু, ঝিনাইদহের চোখঃ
ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে জেলা তথ্য অফিসের আয়োজনে দুই দিনের শিশু মেলা শনিবার শুরু হয়েছে।
এ উপলক্ষে সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র্যালি বের হয়। র্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সরকারি বালিকা বিদ্যালয়ে এসে শেষ হয়। পরে মেলার উদ্বোধন করা হয়।
ডিসি সরোজ কুমার নাথের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন তথ্য মন্ত্রণালয়ের গণযোগাযোগ অধিদফতরের মহা পরিচালক জাকির হোসেন।
বিশেষ অতিথি ছিলেন ডিসি সরোজ কুমার নাথ, ইউএনও মোহাম্মদ সাইফুল ইসলাম ও জেলা তথ্য অফিসার আবু বকর সিদ্দিক।
এ সময় উপস্থিত ছিলেন উপ-পরিচালক ও জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নিলুফার রহমান, ওসি আসাদুজ্জামান, ঝিনাইদহ ভোক্তা অধিদফতরের সহকারী পরিচালক সুচন্দন মণ্ডল, সরকারিু বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম মোস্তফা প্রমুখ।
মেলায় ১৪টি স্টলে শিশু-কিশোরদের শিক্ষা উপকরণ খেলাধুলা সামগ্রী, হাতে বানানো সামগ্রীসহ বিভিন্ন উপকরণ প্রদর্শিত হয়। এছাড়া শিশু কিশোরদের মধ্যে চিত্রাঙ্কন, নির্ধারিত বক্তৃতা প্রতিযোগিতাসহ সাংস্কৃতিক অনুষ্ঠান ও চলচিত্র প্রদর্শিত হয়।