মাঠে-ময়দানে

ঝিনাইদহে বিজিবি রিজিয়ন পর্যায়ের ভলিবলে চ্যাম্পিয়ন রংপুর

সাদ্দাম হোসেন, ঝিনাইদহের চোখঃ

ঝিনাইদহে বিজিবি রিজিয়ন পর্যায়ের ভলিবল প্রতিযোগিতার ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। ঝিনাইদহ বিজিবি-৫৮ ব্যাটালিয়নের ব্যবস্থাপনায় দক্ষিণ-পশ্চিম রিজিয়ন যশোরের তত্বাবধানে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

সোমবার (১ এপ্রিল) সকালে প্রতিযোগিতার ফাইনাল খেলায় বিজিবি রংপুর রিজিয়ন ৩-০ সেটে বিজিবি যশোর রিজিয়নকে পরাজিত করে বিজয়ী হয়।

খেলা শেষে বিজয়ী ও রানার্স আপ দলের মধ্যে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার তুলে দেন বিজিবি দক্ষিণ-পশ্চিম রিজিয়ন যশোরের ভারপ্রাপ্ত রিজিয়ন কমান্ডার কর্ণেল মো. আমিরুল ইসলাম।

এ সময় বিজিবি যশোর সেক্টরের উপ মহাপরিচালক কর্ণেল বেনজির আহম্মেদ, ঝিনাইদহ-৫৮ বিজিবি পরিচালক লেফটেনেন্ট কর্ণেল তাজুল ইসলামসহ অন্যান্য বিজিবি কর্মকর্তা ও বিজিবি সদস্যরা উপস্থিত ছিলেন। বিপুল সংখ্যক বিজিবি কর্মকর্তা ও সদস্যরা খেলা উপভোগ করেন।

গত ২৭ মার্চে শুরু হওয়া এ প্রতিযোগিতায় যশোর, রংপুর, সরাইল, চট্টগ্রাম, কক্সবাজার রিজিয়ন এবং ঢাকা সেক্টরের ছয়টি দল দুই গ্রুপে বিভক্ত হয়ে অংশ নেয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button