কোটচাঁদপুর
কোটচাঁদপুরে শিলাবৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষতি

সুমন মালাকার, ঝিনাইদহের চোখঃ
ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলায় ঝড়ো হাওয়ার সাথে ব্যাপক শিলাবৃষ্টি সংগঠিত হয়েছে।
রবিবার বিকালে হালকা ঝড়ো হাওয়ার সাথে সাথে গুড়ি গুড়ি শিলাবৃষ্টিতে ফসল জমি বসতঘরের টিনের চাল ফুটোসহ ব্যাপক ক্ষয়ক্ষতি সাধন হয়েছে।
হঠাৎ করেই কাল বৈশাখীর মত সব লন্ডভন্ড করে ঝড়ো হাওয়ায় গাছপালার ব্যাপক ক্ষয়ক্ষতি সহ সড়ক-মহাসড়কে গাছ ভেঙ্গে পড়ায় সকল প্রকার যান চলাচল বন্ধ হয়ে যায়। রাস্তা ও বাসা বাড়ির ছাদে শুধুই চোখে পড়ে বড় বড় সাইজের বরফের টুকরো।
অতিরিক্ত শিলাবৃষ্টিতে আমের গুটি ঝরে পড়াসহ ভুট্টা, ধান সহ ফসলি জমির ব্যাপক ক্ষতি সাধন হয়েছে। উপজেলার সব ইউনিয়নের মাঠের বেশির ভাগ ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি সাধন হয়েছে বলে জানা গেছে।