অসহায় মানুষগুলোর প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দিই

রিজভি ইয়ামিন, ঝিনাইদহের চোখঃ
এই সুন্দর পৃথিবীতে আমাদের জন্ম। মহান আল্লাহ রাব্বুল আল-আমিন আমাদের সৃষ্টির সেরা জীব মানূষ হিসেবে এই দুনিয়াতে পাঠিয়েছেন। দুনিয়াতে আমরা বিভিন্ন শ্রেনীতে বিভক্ত- আমাদের মধ্যে যারা নিম্নবিত্ত পরিবারে জন্ম নেয়। তাদের কষ্টের শেষ নেই-তারা যেন মানুষ হয়েও মানুষ নয়।
আমরা যদি একটু আশে পাশে তাকায়, তাহলেই এমন অনেককেই দেখতে পাবো। যারা রাস্তায় অসহায়ের মতো ঘুরে বেড়ায়। আমরা যেন তাদের দেখেও দেখিনা আসলে আমরা এতটুকুও ভাবি না যে তারা দুই বেলা খাবারের জন্য কত হাহাকার করে। তাদের পরার মতো এক টুকরো কাপড়ও জটে না। আমরা যদি একটু তাদের সাহায্য করি তাহলে তাদের কষ্ট অনেকটাই কমে য়ায়। আমরা বন্ধুদের সাথে নিয়ে ফাইভষ্টার হোটেলে যেয়ে ফ্যাশান মেইনটেইন করি। দামী দামী পোশাক পড়ি।
অথচ অনেক মানুষই আছে যারা ভাল খাবার আর ভালো পোশাক এর মুখ ঠিকমত দেখেইনি। আর এই অসহায় মানুষগুলোর পাশে থেকে, তাদের মুখে একটু হাসি ফোটাতে চেষ্টা করে য়াচ্ছে ঝিনাইদহের কিছু যুবক। তাদের কাছ থেকে যানা যায়, সমাজের কিছু অসহায় মানুষ আছে যারা ঠিক মতো খেতেই পারেনা। আর তাদের মুখে অন্তত একটু ভাল খাবার তুলে দেয়ার জন্যই নিস্বার্থভাবে কাজ করে চলেছে এই যুবকেরা।
তাই আসুন সবাই মিলে এই অসহায় মানুষগুলোর প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দিই। তাদের মুখে একটু হাসি ফোটায়, নিজেদেরকে একটু বদলায়। তাদের সাথে মন খুলে হাসতে শিখি, অল্পতেই স্বাধ মেটাতে শিখি- আসুন সবাইকে নিয়ে এক সাথে বাঁচতে শিখি।