অন্যান্য

‘শেখ হাসিনা সন্ত্রাসমুক্ত করে দেখিয়েছেন’

 

ঝিনাইদহের চোখ:

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ থেকে ‘জঙ্গি ও সন্ত্রাসমুক্ত’ করে দেখিয়েছেন বলে মন্তব্য করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। মঙ্গলবার রাজধানীর মোহাম্মদপুর টাউন হল শহীদ পার্ক মাঠে মোহাম্মদপুর থানা আওয়ামী লীগ আয়োজিত জনসভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

আসাদুজ্জামান খান কামাল বলেন, ‘এটা (জঙ্গি ও সন্ত্রাসমুক্ত) সম্ভব হয়েছে জনগণ তার আহ্বানে সাড়া দিয়ে সর্বাত্মক সহযোগিতা করছে বলেই। তিনি (শেখ হাসিনা) আজ ডাক দিয়েছেন মাদকমুক্ত বাংলাদেশ গড়ার। আমরা যদি তার হাতকে শক্তিশালী না করতে পারি, বাংলাদেশকে মাদকমুক্ত না করতে পারি; তাহলে আমাদের জাতির পিতার সোনার বাংলা বাস্তবায়ন করতে পারবো না।’

মাদকের বিরুদ্ধে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডাকে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘আপনাদের প্রতি আহ্বান জানাবো, জঙ্গি ও সন্ত্রাসমুক্ত করতে আপনারা যেভাবে সহযোগিতা করেছেন, ঠিক সেইভাবেই মাদকমুক্ত করতে আমাদের সহযোগিতা করুন। তাহলেই আমরা সফল হতে পারব। বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ে তুলতে পারব।’

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘একটা সময় আমাদের দেশে বিদ্যুৎ ঘাটতি ছিল। আমাদের নেত্রী শেখ হাসিনাই বিদ্যুতের ঘাটতি পূরণ করেছেন। আমি এখন দেশের যে প্রান্তেই যাই, সেখানেই শেখ হাসিনার ম্যাজিকের কথা শুনতে পাই। বাংলাদেশের প্রত্যেকটি মানুষ এখন বিশ্বাস করে একমাত্র শেখ হাসিনাই পারেন বাংলাদেশকে বদলে দিতে।’

তিনি বলেন, ‘২০০৮ সালে তিনি (শেখ হাসিনা) কমিটমেন্ট করেছিলেন ডিজিটাল বাংলাদেশ করবেন। তার এই কমিটমেন্টের পর রাজনীতিবিদ থেকে শুরু করে অনেকেই এটা নিয়ে হাস্যরস করতে দেখা গেছে। কিন্তু তিনি এসব পাত্তা না দিয়ে তার স্বপ্নের পথে হেঁটেছেন। সেই স্বপ্নের ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নের পথে তিনি আমাদের এগিয়ে নিয়ে গিয়েছেন।’

ঢাকা-১৩ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য ও ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাদেক খানের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, ঢাকা উত্তর সিটি কর্পোরেশন মেয়র আতিকুল ইসলাম প্রমুখ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button