দগ্ধ প্রতিবন্ধী ফয়সালের চিকিৎসার দায়িত্ব নিলেন স্পেন প্রবাসী

ঝিনাইদহের চোখঃ
‘প্রতিবন্ধী শিশু ফয়সাল আগুনে পুড়ে ঝলসে গেল’ শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়। সংবাদ প্রকাশের পর স্পেন প্রবাসী আরিফুর রহমান শিশুটির চিকিৎসার দায়িত্ব নেন।
মহেশপুর উপজেলার ভাষানপোতা গ্রামে মরিয়ম খাতুনের একমাত্র পুত্র ফয়সাল আহমেদকে (৮) উন্নত চিকিৎসার জন্য প্রাথমিকভাবে তিনি ৪৬ হাজার টাকা প্রদান করেছেন এবং চিকিৎসার বাকি টাকাও দিবেন বলে জানিয়েছেন।
অসুস্থ শিশু ফয়সালকে ঝিনাইদহ সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শিশুটির মা মরিয়ম খাতুনের কাছে ৪৬ হাজার টাকা তুলে দেয়া হয়। সেসময় ঝিনাইদহ সদর হাসপাতালের সার্জিক্যাল বিশেষজ্ঞ ডা. জাহিদুর রহমান, এটিএন বাংলা ও এটিএন নিউজের ঝিনাইদহ জেলা প্রতিনিধি নিজাম জোয়ারদার বাবলু ও মানবজমিন পত্রিকার ঝিনাইদহ জেলা প্রতিনিধি আমিনুল ইসলাম লিটন উপস্থিত ছিলেন।
ডাক্তার জাহিদুল ইসলাম শিশু ফয়সালকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজের বার্ন ইউনিটে ভর্তির পরামর্শ দিয়েছেন।
উল্লেখ্য, শিশু ফয়সাল জন্মগতভাবেই সে শারীরিক প্রতিবন্ধি। গত ১৭ ফেব্রুয়ারি আগুনে তার শরীরের একটি বড় অংশ পুড়ে গেলে সে আরও অসু্স্থ হয়ে পড়ে।