ঝিনাইদহের সন্তান আব্বাস আলীর সরকারী সফরে জাপান যাত্রা
গিয়াস উদ্দীন সেতু, ঝিনাইদহের চোখঃ
ঝিনাইদহ সদর উপজেলার ১নং সাধুহাটি ইউনিয়নের ডাকবাংলা মাগুরা গ্রামের কৃতি সন্তান আব্বাস আলী সরকারী সফরে জাপান গেছে।
আব্বাস আলী মাগুরা গ্রামের মৃত শাহাদত আলীর সন্তান। ছাত্র জীবনে তিনি ছিলেন মেধাবী ও সৎ চরিত্যার অধিকারী, সদআলাপি, উত্তর নারায়নপুর মাধ্যমিক বিদ্যালয় থেকে এস,এস সি এবং ডাকবাংলা আব্দুর রউফ কলেজ থেকে এইচ এসসি পাশ করে ঢাকা বিশ্ববিদ্যালয়, থেকে কৃতিত্বের সাথে ইসলামের ইতিহাস ও সংকৃতি বিষয়ে অনার্স মাষ্টার্স সহ এমফিল সম্পন্ন করেন এবং ভবিষ্যাতে তিনি উচ্চতর ডিগ্রী অর্জন করতে আগ্রহী।।
বর্তমানে তিনি শিল্পমন্ত্রণলয়ের আওতাধীন প্রতিষ্টানে এস,এমই ফাউন্ডশনে ম্যানেজার হিসাবে কর্মরত আছেন। সেখানে তিনি বেশ সুনামের সাথে কাজ করে যাচ্ছেন। তিনি আজ মঙ্গলবার জাপানের একটি কনফারসেন বাংলাদেশের শিল্পমন্ত্রণলয়ের আওতাধীন প্রতিষ্টানে এস,এমই ফাউন্ডশনে প্রতিনিধি হিসাবে বক্তব্য রাখবেন বলে জানাগেছে। তার এই সফর কে অভিনন্দন জানিয়েছেন ঝিনাইদহের সর্ব শ্রেনী পোশার মানুষ।