কোটচাঁদপুর

ঝিনাইদহের কৌতুক অভিনেতা হোগল বোগল আর নেই

সুমন মালাকার, ঝিনাইদহের চোখঃ

না ফেরার দেশে চলে গেলেন দক্ষিণবঙ্গের জনপ্রিয় কৌতুক অভিনেতা ইয়াসিন আলী (হোগল বোগল)। মঙ্গলবার দুপুর ১২টার দিকে নিজ বাসভবনে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি….রাজিউন)।

ঝিনাইদহ জেলার কোটচাঁদপুর পৌর এলাকার টিএন্ডটি পাড়ার মৃত ইনসান আলীর পুত্র ইয়াসিন আলী (হোগল বোগল)। অনেক দিন ধরেই বার্ধক্যজনিত নানা অসুখে ভুগছিলেন ৬০ বছর বয়সী এই দক্ষিণবঙ্গের জনপ্রিয় কৌতুক অভিনেতা। মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছে। তার গ্রামের বাড়ি চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদার কার্পাসডাঙ্গা গ্রামে। কৌতুকে অভিনয়ের মাধ্যমে তিনি কোটচাঁদপুর এসে স্থায়ীভাবে বসবাস শুরু করেন।

তিনি ১৯৯৫ সাল থেকে ২০১৭ সাল পর্যন্ত বিভিন্ন ধরণের কৌতুক নির্মাণ, অভিনয়, শিল্পি হিসাবে কাজ করে হোগল বোগল নামে পরিচিতি লাভ করেছেন।

তার মৃত্যুতে বিভিন্ন মহল থেকে শোকার্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button