টপ লিডমাঠে-ময়দানে
খেলোয়াড়দের ওপর হামলা, প্রতিবাদে ঝিনাইদহ-ঢাকা মহাসড়ক অবরোধ

ঝিনাইদহের চোখঃ
বঙ্গবন্ধু চ্যাম্প আন্তঃবিশ্ববিদ্যালয় হ্যান্ডবল-২০১৯ এর সেমিফাইনালে ইবি খেলোয়াড়দের ওপর হামলা চালিয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থীরা। এর প্রতিবাদে বুধবার (১০ এপ্রিল) বিকালে ঝিনাইদহ-ঢাকা মহাসড়ক অবরোধ করে রাখে ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
জানা যায়, বুধবার জাবির খেলার মাঠে অনুষ্ঠিত খেলার একপর্যায়ে ইবি হ্যান্ডবল খেলোয়াড় ও কোচের ওপর আতর্কিত হামলা চালায়। এতে ইমন ও রাব্বি নামের দুই খেলোয়াড়কে গুরুতর আহত অবস্থায় সাভারের এনাম মেডিকেলে ভর্তি করা হয়।
এছাড়া, ইবি ক্রিড়া বিভাগের পরিচালক ও হ্যান্ডবল দলের কোচ ড. মো. সোহেলকে প্রহার করে রক্তাক্ত করা হয়েছে।