কোটচাঁদপুর উপজেলা পরিষদ নির্বাচনে শরিফুন্নেছা মিকি’র গনসংযোগ

সুমন মালাকার, ঝিনাইদহের চোখঃ
শুরু হওয়া ৫ম উপজেলা পরিষদ নির্বাচন আর ঈদের পর ৫ম ধাপে অনুষ্ঠিত হবে ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলা পরিষদ নির্বাচন। নির্বাচনকে সামনে রেখে ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা।
কোটচাঁদপুর উপজেলা পরিষদ নির্বাচনে আ.লীগের চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন প্রত্যাশী সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আ.লীগের সভাপতি নাসির উদ্দিন (কালু মিয়া) এর সহধর্মিনী কোটচাঁদপুর উপজেলা আ.লীগের সভাপতি শরিফুন্নেছা মিকি।
বৃহস্পতিবার চেয়ারম্যান পদপ্রার্থী উপজেলা আ.লীগের সভাপতি শরিফুন্নেছা মিকি কোটচাঁদপুর উপজেলার ৫নং এলাঙ্গী জালালপুর, গুড়পাড়াসহ বিভিন্ন এলাকার পাড়া-মহল্লায়, হাট-বাজারে গনসংযোগ করেছেন।
গনসংযোগকালে চেয়ারম্যান পদপ্রার্থী শরিফুন্নেছা মিকি বিভিন্ন শ্রেনী পেশার মানুষের খোঁজখবর নেন এবং দোয়া ও সামর্থন চান।
এসময় তার সাথে ছিলেন কোটচাঁদপুর উপজেলা আ.লীগ নেতা মজনু রহমান, আজিজুল ইসলাম, কৃষকলীগ নেতা আব্দুল গফুর, পৌর যুবলীগের নেতৃবৃন্দ প্রমুখ।