মাঠে-ময়দানে
জাতীয় টিটির এককে সেরা রিদয়-রুমী
ঝিনাইদহের চোখঃ
জাতীয় টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপের পুরুষ এককে মোহতাসিন আহমেদ রিদয় এবং মহিলা এককে মৌমিতা আলম রুমী চ্যাম্পিয়ন হয়েছেন।
বৃহস্পতিবার পল্টন ময়দান সংলগ্ন শহীদ তাজউদ্দিন আহমেদ জিমন্যাসিয়ামে অনুষ্ঠিত পুরুষ এককের ফাইনালে রংপুরের রিদয় ৪-৩ গেমে হারিয়েছেন বাংলাদেশ আনসারের মানসকে।
মহিলা এককের ফাইনালে বাংলাদেশ আনসারের রুমী একই ব্যবধানে হারিয়েছেন বাংলাদেশ সেনাবাহিনীর সালেহাকে।
মহিলা দলগত বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। ফাইনালে দলের রহিমা ও সালেহা ৩-২ গেমে হারিয়েছেন বাংলাদেশ আনসারের সোমা ও রুমীকে।
পুরুষ দলগত বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ আনসার। ফাইনালে দলের মানস ও জাভেদ ৩-২ গেমে হারিয়েছেন বাংলাদেশ সেনাবাহিনীর হাসিব ও নাসিরকে।