মহেশপুর
ঝিনাইদহের চোর সিন্ডিকেটের সদস্য আটক

ঝিনাইদহের চোখঃ
কুমিল্লার দাউদকান্দিতে চোরাই মোটরসাইকেলসহ সিন্ডিকেটের দুই সদস্যকে আটক করেছে পুলিশ। রবিবার রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার পুড়াদহ গ্রামের মিজানুর রহমানের ছেলে এনামুল হক (২৭) এবং দাউদকান্দি উপজেলার জাহাঙ্গীর তালুকদারের ছেলে এমদাদুল হক তালুকদারকে (২৫) আটক করা হয়। আটককৃতদের দেয়া তথ্যানুসারে তিনটি চোরাই মোটরসাইকেল উদ্ধার করে দাউদকান্দি মডেল থানা পুলিশ।
এ ব্যাপারে সদ্য যোগদানকারী দাউদকান্দি মডেল থানার ওসি রফিকুল ইসলাম জানান, গত কয়েক বছরে এ এলাকা থেকে বেশ কয়েকটি মোটরসাইকেল চুরির ঘটনা নিয়ে পুলিশ কাজ করছে। তারই ধারাবাহিকতায় সিন্ডিকেট দলের দুই সদস্যকে আটক করতে সক্ষম হন তারা। সিন্ডিকেটের অন্য সদস্যদের ধরতে অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান। সোমবার আটককৃতদের কারাগারে পাঠানো হয়েছে।