অন্যান্য

ফেরদৌসের ভিসা বাতিল, অবিলম্বে ভারত ছাড়ার নির্দেশ

ঝিনাইদহের চোখঃ

তৃণমূলের প্রচারমঞ্চে ভারত গিয়ে বিপাকে পড়েছেন অভিনেতা ফিরদৌস। ঘটনার পূর্ণ তদন্ত রিপোর্ট হাতে পাওয়ার পর ফিরদৌস আহমেদের বিজনেস ভিসা বাতিল করল দেশটির কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রণালয়৷

একইসঙ্গে ফিরদৌসকে অবিলম্বে ভারত ছাড়ার নির্দেশ দিয়ে নোটিশও জারি করা হয়েছে৷ ভিসার গুরুত্বপূর্ণ নিয়ম ভাঙায় তাকে কালোতালিকাভুক্ত করা হয়েছে৷

ভারতীয় গণমাধ্যম নিউজ১৮ টিভির খবরে বলা হয়, পয়লা বৈশাখ, ১৪ এপ্রিল রায়গঞ্জের তৃণমূল প্রার্থী কানহাইয়ালাল আগরওয়ালের হয়ে ভোট প্রচারে গিয়েছিলেন অভিনেতা ফিরদৌস৷ এভাবে ভিসায় ভারতে গিয়ে রায়গঞ্জে তৃণমূলের প্রচার মঞ্চে উঠে বিপাকে পড়েছেন ফিরদৌস।

বিজেপির দাবি, বাংলাদেশের অভিনেতা টুরিস্ট ভিসা নিয়ে এসে এভাবে ভোটে প্রচার করতে পারেন না। এতে যেমন নির্বাচনী বিধি ভঙ্গ হয়েছে, তেমনই ভিসার শর্তও লঙ্ঘন হয়েছে।

মঙ্গলবার, সিইও দফতরে গিয়ে বাংলাদেশের অভিনেতা ফিরদৌসকে গ্রেফতারের দাবিও জানান বিজেপি নেতারা।

উত্তর দিনাজপুরের পুলিশ সুপারের থেকে রিপোর্ট তলব করে কমিশন। অন্যদিকে অভিযোগ পেয়ে ফিরদৌসকে দেশে ফিরতে নির্দেশ দেয় বাংলাদেশ ডেপুটি হাই কমিশন ৷

সিনেমার শুট্যিংয়ের জন্য বিজনেস ভিসায় ভারতে গিয়েছিলেন ফিরদৌস৷ অভিযোগ পেয়ে তদন্তে নামে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রণালয়ও৷ রাজ্যের বিদেশি নথিভুক্তিকরণের অফিস থেকেও রিপোর্ট চেয়ে পাঠায় MHA। এদিন সন্ধ্যায় সম্পূর্ণ রিপোর্ট পাওয়ার পর সিদ্ধান্ত নেয় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রণালয়৷

বিদেশি নাগরিক হয়ে ভোটের প্রচারে সামিল হওয়ায় বাংলাদেশের অভিনেতা ফিরদৌসের ভারতে প্রবেশই নিষিদ্ধ করে দিল দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। অবিলম্বে তাকে ভারত ছাড়ারও নির্দেশ দেওয়া হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button