হরিনাকুন্ডু
ঝিনাইদহে শিক্ষার গুনগত মান উন্নয়নে মতবিনিময়
এইচ মাহবুব মিলু, ঝিনাইদহের চোখঃ
ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে শিক্ষার গুনগত মান উন্নয়নে এক মতবিনিময় সভা উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে।
এ সভায় উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সাইফুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
সভায় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড, এম এ মজিদ, উপজেলা পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান মোঃ জাহাঙ্গীর হুসাইন, ভাইস চেয়ারম্যান শহিদুল ইসলাম শিলু, মহিলা ভাইস চেয়ারম্যান রেশমা খাতুন, জোড়াদহ কলেজের সম্মানিত অধ্যক্ষ জনাব শরিফুল ইসলাম , ফলসী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব ফজলুর রহমানসহ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রধানবৃন্দ উপস্থিত ছিলেন।