নুসরাতের হত্যাকারীদের ফাঁসির দাবিতে ঝিনাইদহে মানববন্ধন
এইচ মাহবুব মিলু, ঝিনাইদহের চোখঃ
ফেনীর সোনা গাজী উপজেলার মাদ্রাসার ছাত্রী নুসরাত জাহান রাফী ধর্ষণ ও তার হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তি ফাঁসি চাই স্লোগানে মানববন্ধন করেছে হরিণাকুন্ডু মানবাধিকার কমিশন।
বৃহস্পতিবার (১৮ এপ্রিল) সকালে উপজেলা দোয়েল চত্বর মোড়ে পালিত মানববন্ধনে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শতশত শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণি পেশার সাধারণ মানুষ অংশ গ্রহণ করেন।
এ সময় রাফী ধর্ষণকারী ও তার হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবিতে বক্তব্য রাখেন উপজেলা মানবাধিকার কমিশনের সভাপতি বিশিষ্ট শিক্ষাবিদ মসলেম উদ্দীন, প্রেসক্লাব সভাপতি সাইফুজ্জামান তাজু, হরিণাকুন্ডু থানার এসআই জিয়াউল হক, মানবাধিকার কমিশন হরিণাকুন্ডু শাখার সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রশিদ, প্রমুখ।
মানববন্ধনে বক্তারা সরকারের প্রতি মাদ্রাসা ছাত্রী নুসরাতের হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের দাবি জানান।