৮ দেশের বিশ্বকাপ স্কোয়াড, রইলো বাকি দুই
ঝিনাইদহের চোখঃ
আসন্ন ওয়ানডে বিশ্বকাপের দল ঘোষণার শেষ দিন ২৩ এপ্রিল। অর্থাৎ বাকি রয়েছে আর মাত্র ৪ দিন। এরই মধ্যে নিজেদের বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা করেছে র্যাংকিংয়ের শীর্ষ ৮ দল- ইংল্যান্ড, ভারত, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়া, পাকিস্তান, বাংলাদেশ এবং শ্রীলঙ্কা। এখনো দল ঘোষণা করেনি নিচের দুই দল ওয়েস্ট ইন্ডিজ এবং আফগানিস্তান।
তবে চূড়ান্ত দল ঘোষণা না করলেও বিশ্বকাপের জন্য ২৩ সদস্যের প্রাথমিক স্কোয়াড ঘোষণা করে এখন ক্যাম্প করছে দক্ষিণ আফ্রিকায়। এছাড়া দল ঘোষণার আগেই চমক দিয়েছে তারা। আফগান ক্রিকেটের এখনো পর্যন্ত সিংহভাগ সাফল্যের রূপকার আসগর আফগানকে সরিয়ে অধিনায়কত্ব দিয়েছে গুলবদিন নাইবকে।
অন্যদিকে প্রথম দুই বিশ্বকাপের চ্যাম্পিয়ন দল ওয়েস্ট ইন্ডিজের বিশ্বকাপ স্কোয়াডকে ঘিরে রয়েছে নানান আলোচনা, উৎসাহ। কারণ তারা এখনো জানায়নি কবে ঘোষণা করা হবে দল, অধিনায়ক থাকবে কে, তারকাদের মধ্যে কাকে কাকে রাখা হবে স্কোয়াডে?
তবে বোর্ডের সঙ্গে দ্বন্দ্বের অবসান ঘটনায় ক্রিস গেইলের সঙ্গে আন্দ্রে রাসেল, কাইরন পোলার্ডদের মতো তারকা ক্রিকেটারদের আবার দেখা যেতে পারে ওয়েস্ট ইন্ডিজের পোশাকে। ২৩ এপ্রিলের মধ্যেই জানা যাবে ওয়েস্ট ইন্ডিজের বিশ্বকাপ স্কোয়াড।
তার আগে চলুন দেখে নেয়া যাক ৮ দলের বিশ্বকাপ স্কোয়াড:
নিউজিল্যান্ড
কেন উইলিয়ামসন (অধিনায়ক), মার্টিন গাপটিল, হেনরি নিকোলস, রস টেলর, টম লাথাম, কলিন মুনরো, টম ব্লান্ডেল, জিমি নিশাম, কলিন ডি গ্র্যান্ডহোম, মিচেল স্যান্টনার, ইশ সোধি, টিম সাউদি, ম্যাট হেনরি, লুকি ফার্গুসন, ট্রেন্ট বোল্ট।
অস্ট্রেলিয়া
অ্যারন ফিঞ্চ (অধিনায়ক), ডেভিড ওয়ার্নার, স্টিভেন স্মিথ, উসমান খাজা, শন মার্শ, গ্লেন ম্যাক্সওয়েল, মার্কস স্টইনিস, অ্যালেক্স ক্যারে (উইকেটরক্ষক), প্যাট কামিনস, মিচেল স্টার্ক, ঝাই রিচার্ডসন, নাথান কাউল্টার নিল, জেসন বেহেন্ডর্ফ, অ্যাডাম জাম্পা এবং নাথান লিয়ন।
ভারত
বিরাট কোহলি (অধিনায়ক), রোহিত শর্মা (সহ-অধিনায়ক), শিখর ধাওয়ান, লোকেশ রাহুল, বিজয় শঙ্কর, মহেন্দ্র সিং ধোনি (উইকেটরক্ষক), কেদার যাদব, দিনেশ কার্তিক, ইয়ুজবেন্দ্র চাহাল, কুলদীপ যাদব, ভুবনেশ্বর কুমার, জসপ্রিত বুমরাহ, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, মোহাম্মদ শামি।
বাংলাদেশ
মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), সাকিব আল হাসান (সহ-অধিনায়ক), তামিম ইকবাল, সৌম্য সরকার, লিটন কুমার দাস, মুশফিকুর রহীম, মাহমুদউল্লাহ রিয়াদ, মোহাম্মদ মিঠুন, সাব্বির রহমান, মোসাদ্দেক হোসেন সৈকত, মেহেদি হাসান মিরাজ, মোহাম্মদ সাইফউদ্দিন, মোস্তাফিজুর রহমান, রুবেল হোসেন, আবু জায়েদ রাহী।
ইংল্যান্ড
ইয়ন মরগান (অধিনায়ক), মঈন আলি, জনি বেয়ারস্টো, জস বাটলার, টম কুরান, জো ডেনলি, অ্যালেক্স হেলস, লিয়াম প্লাংকেট, আদিল রশিদ, জো রুট, জেসন রয়, বেন স্টোকস, ডেভিড উইলি, ক্রিস ওকস, মার্ক উড।
শ্রীলঙ্কা
দিমুথ করুনারত্নে (অধিনায়ক), লাসিথ মালিঙ্গা, অ্যাঞ্জেলো ম্যাথিউজ, থিসারা পেরেরা, কুশল পেরেরা, ধনঞ্জয়া ডি সিলভা, কুসল মেন্ডিস, ইসুরু উদানা, মিলিন্দা সিরিবর্ধনে, অভিষেক ফার্নান্দো, জীবন মেন্ডিস, লাহিরু থিরিমানে, জেফ্রি ভ্যান্ডারসি, নুয়ান প্রদীপ, সুরঙ্গা লাকমাল।
দক্ষিণ আফ্রিকা
ফ্যাফ ডু প্লেসি (অধিনায়ক), জেপি ডুমিনি, ডেভিড মিলার, ডেল স্টেইন, আন্দিল পেহলুকাইয়ো, ইমরান তাহির, কাগিসো রাবাদা, ডোয়াইন প্রিটোরিয়াস, কুইন্টন ডি কক (উইকেটরক্ষক), এনরিখ নর্টজে, লুঙ্গি এনগিদি, এইডেন মারক্রাম, রাশি ফন ডার ডুসেন, হাশিম আমলা এবং তাবরিজ শামসি।
পাকিস্তান
ফাখর জামান, ইমাম-উল হক, আবিদ আলি, বাবর আজম, শোয়েব মালিক, মোহাম্মদ হাফিজ (ফিটনেস সাপেক্ষে), সরফরাজ আহমেদ (অধিনায়ক ও উইকেটরক্ষক), সাদাব খান, ইমাদ ওয়াসিম, হাসান আলি, ফাহিম আশরাফ, শাহিন আফ্রিদি, জুনাইদ খান, মোহাম্মদ হাসনাইন এবং হারিস সোহেল।