হরিণাকুন্ডুতে জাতীয় পুষ্টি সপ্তাহ পালন

এইচ মাহাবুব মিলু, ঝিনাইদহের চোখঃ
ঝিনাইদহের হরিণাকুÐু ইপজেলা পুষ্টি কমিটি আয়োজনে জাতীয় পুষ্টি সপ্তাহ পালনে ২৩ থেকে ২৯ এপ্রিল পর্যন্ত সাত দিন ব্যাপি বিভিন্ন কর্মসূচি পালনে অংশ হিসাবে মঙ্গলবার সকালে পুষ্টি কমিটির সভাপতি উপজেলার নির্বাহী অফিসার মোহাম্মদ সাইফুল ইসলাম ও সদস্যসচিব স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ জামিনুর রশিদের নেতৃত্বে এক র্যালী হরিণাকুন্ডু শহরের প্রধান সড়ক প্রদক্ষীন শেষে স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে স্বস্থ্য কর্মকর্তা ডাঃ জামিনুর রশিদের সভাপতিত্বে ও সেনিটারি ইন্সুনপেক্টর আব্দুল লতিফের পরিচালনায় আলোচনায় বক্তব্য রাখেন সালেহা বেগম মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ মুক্তার আলী, ডাঃ আলমগীর হোসনে, ডাঃ আশরাফুল ইসলাম, ডাঃ মেহেদী ইসলাম টিপু, ডাঃ রাব্বিকুল ইসলাম, এছাড়াও উপস্থিত ছিলেন ডাঃ আব্দুল্লাহ ইয়াছিন, পরিসংখ্যান বীদ মোস্তাফিজুর রহমান মন্নু, স্বাস্থ্য পরিদর্শক আব হাসান, আব্দুল লতিফ, স্বস্থ্যসহকারী আমিনুল ইসলাম, মঞ্জুর রশিদ, ফার্মাসিস তৌয়বুল হাসান বুলবুল, সিনিয়ার স্টাফ নার্স সুধারানী, স্মৃতী রানী বসু,মহুয়া আলী, শাহানাজ পারভীন, শামিমা সুলতানা সহ সেকমো যথিকা হোসেন, কৃষ্ণ পদ পাল প্রমূখঃ আলোচনায় ডাঃ জামিনুর রশিদ উপস্থিত সকলকে পুষ্টিকর খাদ্য গ্রহন এবং বেশি করে শাক-সবজি তথা সবুজ তরকারী খাওয়া সহ অপুষ্টিকর খাদ্য বর্জনের আহবান করেন।