
সাদ্দাম হোসেন, ঝিনাইদহের চোখঃ
ঝিনাইদহের মহেশপুর উপজেলা থেকে মোহাম্মদ নবী নামে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ সকালে মহিলা কলেজ পাড়া থেকে তার লাশ উদ্ধার করা হয়। সে যোগীহুদা গ্রামের মৃত আব্দুর জব্বারের ছেলে। সে পেশায় একজন ঝালমুড়ি বিক্রেতা।
মহেশপুর থানার ওসি রাশেদুল আলম জানান, জেলার মহেশপুর উপজেলার মহিলা কলেজ পাড়ায় আজ সকালে ড্রেনে একটি মৃতদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘঁনাস্থলে এসে মৃতদেহ উদ্ধার করে। সে উপজেলার সেজিয়া বাজার থেকে সন্ধার পর বাড়ি ফিরছিল বলে ধারনা করা হচ্ছে । তার শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। লাশ ময়না তদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তদন্ত শেষে তার মৃত্যুর কারন জানাযাবে বলেও তিনি জানান।