মহেশপুর
মহেশপুরে ১৯৮ বোতল ফেনসিডিল উদ্ধার

ঝিনাইদহের চোখঃ
মহেশপুর থানা পুলিশ গত মঙ্গলবার রাতে দরবেশ নগর গ্রামের মান্নানের পুকুর পাড় থেকে ১৯৮ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে। তবে মালিকরা পুলিশ দেখে পালিয়ে যায়।
থানা সূত্রে জানা গেছে, মঙ্গলবার গভীর রাতে ভৈরবা পুলিশ ফাঁড়ির এ,এসআই ইসমাইল হোসেন গোপন সংবাদের ভিত্তিতে দরবেশ নগর গ্রামের মাঠের আব্দুল মান্নানের পুকুর পাড় থেকে ১৯৮ বোতল ফেনসিডিল উদ্ধার করে।
মহেশপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) রাশেদুল আলম জানান, ১৯৮ বোতল ফেনসিডিল উদ্ধার হলেও পালিয়ে যাওয়া ফেনসিডিলের মালিকদের আটকের চেষ্টা চলছে।