ঝিনাইদহ সদর

ঝিনাইদহ পৌর মডেল কলেজসহ ১০ কলেজ পাঠদানের অনুমতি পে

ঝিনাইদহের চোখঃ

১০টি বেসরকারি কলেজকে পাঠদানের অনুমতি দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। বৃহস্পতিবার (২৫ এপ্রিল) মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের চেয়ারম্যানকে বিষয়টি জানিয়ে চিঠি পাঠানো হয়েছে। সাথে পাঠদানের অনুমতিপ্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠানের তালিকাও পাঠানো হয়েছে চেয়ারম্যানদের কাছে।

পাঠদানের অনুমতি পাওয়া কলেজগুলো হল, ঝিনাইদহ সদর উপজেলার ঝিনাইদহ পৌর মডেল কলেজ, যশোরের অভয়নগর উপজেলার শ্রীধরপুর ইউনিয়ন কলেজ, কুড়িগ্রামের রাজীবপুর উপজেলার মোহনগঞ্জ আদর্শ কলেজ, রৌমারী উপজেলার হাজী এম এ হাকিম আইডিয়াল মহিলা কলেজ, নীলফামারী সদর উপজেলার লক্ষ্মীচাপ সৃজনশীল কলেজ, সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার শহিদুল কামরুন্নাহার কলেজ, সিরাজগঞ্জ সদর উপজেলার জান্নাত আরা হেনরী বিজ্ঞান ও প্রযুক্তি কলেজ, মানিকগঞ্জ সদর উপজেলার গোলাম মনির হোসেন মহিলা কলেজ, বরিশাল সদর উপজেলার বরিশাল কমার্স কলেজ এবং সাতক্ষীরার আশাশুনি উপজেলার মৌলভী আব্দুল রতিফ কলেজ।

জানা গেছে, এমপিও না দেয়ার শর্তে এসব কলেজকে পাঠদানের অনুমতি দেয়া হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button