অন্যান্য

পুরাতন খেজুরে নতুন লেবেল: চলেছে প্রতারণা

ঝিনাইদহের চোখঃ

রমজান আসলেই বেড়ে যায় খেজুরের চাহিদা। ভারতসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ থেকে আমদানি হয় বিপুল পরিমাণ খেজুর। কখনো খোলা খেজুর প্যাকেটজাত করা হয় বাংলাদেশে, আবার কোন কোন খেজুর আমদানিই হয় প্যাকেট আকারে।

এবার রমজানকে টার্গেট করে একটি অসাধুচক্র মেয়াদোত্তীর্ণ খেজুর নতুনভাবে মোড়ক করে বাজারে ছাড়ার চেষ্টা করছে। দুইবছর আগের মেয়াদোত্তীর্ণ খেজুর নতুন প্যাকেটে ভরে নতুন তারিখ ব্যবহার করে তা বাজারে ছাড়ছে। র‌্যাবের অভিযানে এমন অভিনব প্রতারণার বিষয়টি ধরা পড়েছে পুরান ঢাকায়। শুধু পুরান ঢাকা নয় দেশের সর্বত্র চলছে এই ধরনের প্রতারণা।

অভিযানকালে দেখা যায়, ২০১৭ সালে মেয়াদোত্তীর্ণ হয়ে যাওয়া আমদানিকৃত খেজুর নতুন করে প্যাকেটজাত করা হচ্ছে। নতুন প্যাকেটের গায়ে মেয়াদ লিখে দেয়া হচ্ছে ২০২০ সালের ১ আগস্ট। এরপর মেয়াদোত্তীর্ণ এই খেজুরগুলোকে মদিনা থেকে আমদানিকৃত সাউদি ডেটস (আম্বার-এ) বলে চালিয়ে দেয়া হচ্ছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button