কালীগঞ্জটপ লিড

ঝিনাইদহে বাসে অতিরিক্ত যাত্রী বহনে ঘটছে সড়ক দূর্ঘটনা

মিশন হোসেন, ঝিনাইদহের চোখঃ

ঝিনাইদহের কালীগঞ্জে মহাসড়কে গণপরিবহনের যাত্রীবাহী বাসে অতিরিক্ত যাত্রীবহন করার কারনে প্রায় ঘটছে ছোট বড় দূঘটনা ।

মহাসড়কে আইন অমান্য করে যশোর-ঝিনাইদহ, কালীগঞ্জ-চুয়াডাঙ্গা সড়কের শাপলা পরিবহনে অবাধে বহন করা হচ্ছে অতিরিক্ত যাত্রী ।

অভিযোগে জানাগেছে , যশোর থেকে কালীগঞ্জ ভায়া চুয়াডাঙ্গা রুটে ১৫ মিনিট পর পর শাপলা পরিবহনের বাস চলাচল করে যার অধিকাংশ ফিটনেছ ও রুডপারমিট বিহীন । বি, আর, টি এর আইন অমান্য করে পুরাতন দশ বছর পনের বছরের বয়স মিনিবাস বডি রিপারিং করে নজরকাড়া রং করে সড়কে চলাচল করছে ।

মঙ্গলবার সকালে শহরের মেইনবাসষ্ঠানে গিয়ে দেখা যায় অতি মুনাফা লাভের আশায় এ সব বাসে উঠানো হয়েছে অতিরিক্ত যাত্রী ।ধারন ক্ষমতার চেয়ে বেশী যাত্রী বহন করা, ওভার লোডের কারনে বাস বিকল হয়ে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায় যার কারনে প্রায় ঘটে থাকে প্রাণহানী মতো দূর্ঘটনা ।

চুয়াডাঙ্গাগামী অফিস যাত্রী রুবেল আহম্মেদ বলেন, বাসে সিটখালী নেই তাই বাসের ছাদে বসতে বাধ্য হয়েছি ।

কালীগঞ্জ মোটর মালিক সমিতির যুগ্ন সম্পাদক ফরিদউদ্দীন বলেন, মালিক সমিতির পক্ষ থেকে বাসের মালিকদের সতর্ক করে চিঠি দেওয়া হয়েছে । অতি দ্রæত অতিরিক্ত যাত্রী বহন বন্ধ করা হবে ।

এ ব্যাপারে বারবাজার হাইওয়ে থানার অফিসার ইনচার্জ নজরুল ইসলাম বলেন, যদি মহাসড়কে ফিটনেসবিহীন বাসে অতিরিক্ত যাত্রী বহন করা হয় তাদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা গ্রহন করা হবে ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button