
ঝিনাইদহের চোখঃ
আধিপত্য বিস্তার নিয়ে ঝিনাইদহের শৈলকুপায় আওয়ামী লীগের দু’পক্ষে সংঘর্ষ হয়েছে। এ সময় পুলিশের এএসআই ওয়েস কুরুনসহ দুজন আহত হন।
পুলিশ গুলি করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে বলে জানায়। আহত দুই ব্যক্তিকে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
ঝিনাইদহ অতিরিক্ত পুলিশ সুপার (শৈলকুপা সার্কেল) তারেক আল মেহেদী জানান, সন্ধ্যার পর শৈলকুপা উপজেলার চার রাস্তার মোড়ে বর্তমান মেয়র কাজী আশরাফুল আজম ও বর্তমান উপজেলা চেয়ারম্যান মোশারফ হোসেন সোনা শিকদার সমর্থকদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে।
তিনি বলেন, কথা কাটাকাটির এক পর্যায়ে তারা সংঘর্ষে জড়িয়ে পড়ে। তবে দ্রুতই পুলিশ ঘটনাস্থলে এসে ১০ রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এ সময় একটি বাস ভাঙচুর করা হয় বলেও জানান তিনি।
বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।