ঝিনাইদহ থেকে প্রকাশিত আজকের নীরবাংলা পত্রিকার প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

ঝিনাইদহের চোখঃ
ঝিনাইদহের মহেশপুরে দৈনিক আজকের নীরবাংলা পত্রিকার ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
প্রেসক্লাব মহেশপুরের কার্যালয়ে প্রেসক্লাব মহেশপুরের সভাপতি সরোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা শাশ্বতী শীল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাংবাদিক কল্যাণ সংস্থার সভাপতি আবুল হোসেন লিটন, প্যানেল মেয়র পৌর কাউন্সিলর কাজী আতিয়ার রহমান, মহেশপুর থানার সেকেন্ড অফিসার আলিমুজ্জামান, প্রেসক্লাব মহেশপুরের সাধারন সম্পাদক জিয়াউর রহমান জিয়া, সিনিয়র সহ-সভাপতি ওবাইদুল হক, সাংবাদিক কল্যাণ সংস্থার সাধারন সম্পাদক আব্দুস সেলিম। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, প্রেসক্লাব মহেশপুরের সহ-সভাপতি খায়রুজ্জামান চপল, জালাল উদ্দিন, জাকির হোসেন। সাংবাদিক আশিকুর রহমান, শামীম খান, সোহেল রানা,রবিউল হোসেন, আর এম রনি, মহাসীন আলী খোকন, রিপন আলী, সাইদুর রহমান সাইদ,খলিলুর রহমান, নুর হোসেন।
এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, সাংবাদিকরা জাতির বিবেক, সাংবাদিক সমাজের নিকট বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের আহবান জানান।