রমজানকে স্বাগত জানিয়ে ঝিনাইদহ ইসলামিক ফাউন্ডেশনের র্যালী

ঝিনাইদহের চোখঃ
পবিত্র মাহে রমজান ১৪৪০ হিজরী উদযাপন উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশন ঝিনাইদহে কর্তৃক র্যালী, আলোচনা সভা ও শিক্ষক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে ।
এ উপলক্ষে সোমবার সকালে শহরের পুরাতন ডিসি কোর্ট চত্বর থেকে একটি র্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে শেষ হয় । পরে ইসলামিক ফাউন্ডেশন অফিসে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
সে সময় ঝিনাইদহ ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক মো: আব্দুল হামিদ খান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ স্থানীয় সরকার উপ-পরিচালক মো: সাইফুর রহমান খান ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভুটিয়ারগাতী দাখিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলঅনা মোঃ আবু বকর সিদ্দিক, জি.কে দারুল উলুম আলিম কওমী মাদ্রাসা এর মুহতামিম মাওলানা হাফেজ মোঃ কামরুজ্জামান ।
অনুষ্ঠানটি পরিচালনা করেন ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড অফিসার মোঃ আমিনুল ইসলাম।