আজমপুর ইউনিয়নে প্রায় দেড় কোটি টাকার বাজেট ঘোষনা

শামীম খান, ঝিনাইদহের চোখঃ
ঝিনাইদহের মহেশপুর উপজেলার আজমপুর ইউনিয়নে ২০১৯-২০২০ অর্থ বছরে প্রায় দেড় কোটি টাকার বাজেট ঘোষনা করা হয়েছে।
০৬ মে, সোমবার সকালে আজমপুর ইউনিয়ন পরিষদের হলরুমে আজমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব মোঃ আব্দুস সাত্তার খাঁন এর সভাপতিত্বে, প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন মহেশপুর উপজেলা নির্বাহী অফিসার জনাব শাশ্বতী শীল।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাবেক ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আ’লীগে সাধারন সম্পাদক জনাব মোঃ আকিদুর রহমান, সাবেক ইউপি চেয়ারম্যান জনাব মোঃ নুরুল ইসলাম, সাবেক ইউপি চেয়ারম্যান ও আজমপুর ইউনিয়ন আ’লীগের সভাপতি জনাব মোঃ শাহজাহান আলী, সাবেক ইউপি চেয়ারম্যান জনাব মোঃ মতিয়ার রহমান খাঁন, উপজেলা সহকারি প্রাথমিক শিক্ষা অফিসার জনাব মোঃ আবজালুর রহমান।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ইউপি সদস্য জনাব ডাঃ মোঃ আব্দুল মজিদ, মোঃ ইমদাদুল ইসলাম, মোঃ রতন মন্ডল, মোঃ লুৎফর রহমান এছাড়া বিদ্যাধরপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মোঃ আব্দুর রশীদ, বি,আর,এ,কে,এস মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মোঃ জামিরুল ইসলাম, জেলা সৈনিক লীগের সদস্য ও বিশিষ্ঠ সমাজ সেবক জনাব মোঃ আজিজুর রহমান মন্টু, বিদ্যাধরপুর মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি জনাব মোঃ রকিব উদ্দিন, বিদ্যাধরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি জনাব মোঃ সাহাদৎ হোসেন সাদু, সাবেক ইউপি সদস্য মোঃ শহিদুল ইসলাম, মোঃ মসিয়ার রহমান প্রমুখ।
আজমপুর ইউনিয়ন পরিষদে ২০১৯-২০২০ অর্থ বছরে ১,৩১,০৮,৩৯১/= টাকার বাজেট ঘোষনা হয়েছে এবং ব্যয় ধরা হয়েছে ১,২৯,০৮,৩৯১/= উদ্বিৃত্ত ২,০০,০০০/= টাকা।
অনুষ্ঠান শেষে সম্মানিত সাবেক চেয়ারম্যানদেরকে সম্মাননা স্মারক দিয়ে সম্মানীত করেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন আজমপুর ইউপি সচিব জনাব অধীর কুমার পাল।