ঝিনাইদহে মাদক ব্যবসায়ী গ্রেফতার

ঝিনাইদহের চোখঃ
অদ্য ০৮ মে ২০১৯ ইং তারিখ আনুমানিক ১৪.৩০ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে সিপিসি-২, র্যাব-৬ এর একটি দল কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মাসুদ আলম এর নেতৃত্বে চুয়াডাঙ্গা জেলার জীবননগর থানাধীন কাশিপুর উত্তরপাড়া গ্রামস্থ এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনার নিমিত্তে গমন করেন।
পরবর্তীতে অদ্য ০৮ মে ২০১৯ ইং তারিখ ১৫.৩০ ঘটিকার সময় চুয়াডাঙ্গা জেলার জীবননগর থানাধীন কাশিপুর উত্তরপাড়া গ্রামস্থ ধৃত আসামী মোঃ মিলন হোসেন এর বসত বাড়ীর অনুমান ১০০ ফিট উত্তর-পূর্ব দিকে বাঁশঝাড়ের নিচে অভিযান পরিচালনা করে ০১ জন মাদক ব্যবসায়ী মোঃ মিলন হোসেন (৩৬), পিতা-মোঃ মতিয়ার রহমান, সাং-কাশিপুর উত্তরপাড়া, থানা-জীবননগর, জেলা-চুয়াডাঙ্গাকে গ্রেফতার করতে সক্ষম হয়। উক্ত গ্রেফতারকৃত আসামীর দখল হতে ৫০ বোতল ফেন্সিডিল, ০১ টি মোবাইল সেট এবং ০১ টি সীম কার্ড উদ্ধার করা হয়।